জীবনের স্বাধীনতা

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

rakib uddin ahmed
  • ২১
  • ২৫
দু'হাজার সাল পার হয়েছে বহুদিন আগে,এখন
বর্তমানের কথা বলো,
যদিও আগমন হয়েছে আমার বহুদিন আগে,তাতে কী?
বর্তমানের পথে চলো।
শিশু নই,বৃদ্ধ হবো,এখনও হইনি,তাই বর্তমানের বুকে বিচরণ করে
জ্ঞান-কর্মকে সঙ্গী করে
সত্যের সুন্দর স্বর্গের আলোতে প্রতিটি মুহুর্তে,এই ধূলির ধরায় পথ চলো।

উন্মুক্ত পদযুগল নয়,কাঁটার খোঁচায় রক্তক্ষরণ হতে পারে
তাই চ্প্পল-চরণে শ্বাপদ সঙ্কুল পথ পেরিয়ে চলো।
জগতের বুকে হারিয়ে নয়,ধূলোর সাথে মিলিয়ে নয়
তেপান্তরের প্রান্তরে হারিয়ে নয়
আত্মপোলব্ধির আল্পনায় নিজের মাঝে নিজেকে রাঙিয়ে তোলো
বুকে টেনে নেও জগতটাকে,বিধাতারা উপহার প্রতীতি ছকে।

বহুদিন আগের দুগ্ধপোষ্য শিশুটি এখন কোথায়?
এই সর্বাঙ্গ কবে কেঁপেছিল ক্ষুধার জ্বালায়?
প্রতিনিয়তো চিন্তার বাঁধনে কে কথা বলে যায়?
তাচ্ছিল্যের অবকাশে প্রতীতি প্রতিহার্যে,পঞ্চবাণে কে হারিয়ে যায়?
কে কেন কিভাবে?কোথায় কবে কখন?
এই ঘর,এই সংসার,এই দেহ, এই সাধনার
আমার চাহিদার যোগানগুলো সব আমারই মাঝে, আমারই কর্মের
আমারই প্রেরণা-প্রতীক্ষার।
বহুদিন আগের কৃষ্ণগহ্বরে নয়,গত কালকেরও নয়
নয় আমার জীবনটা অন্যের অধিনস্ততার
আমার জীবনটা আজকের এবং আমার ।
সামনের বহুদিন থাকুক পড়ে ভবিষ্যৎ অনিশ্চয়তার
আমার জীবনটাতো নয় ঐ ভবিষ্যতের অধিনস্ততার
এই জীবনটাতো নয় বহুদিন পূর্বের, পিছনে ফিরে যাবার
আমার কাছে আমিই আপন,আমিই আছি আমার মাঝে
এখানে,এই বর্তমানে।

জীবনের স্বাধীনতায়
অসুরের ঐকতান নয়,সুর লহরী বেঁজে উঠুক হৃদয় প্রাণে,
আমার জীবনকে সাজাবো আমিই
হৃদয় মাঝে লুকানো-আত্মার সত্ত্বার স্পন্দনে,
আমার পাওয়াগুলো থাকবে কেন অন্যের পানে?
আমার চাওয়া পাওয়া আমারই হয়ে থাকুক, সত্য-প্রজ্ঞার দর্শনে।
জগতের ইন্দ্রজালে ইন্দ্রজিৎ আমিই- প্রজ্ঞাপারমিতার আলিঙ্গনে।

সত্য-মিথ্যার সংঘাতে এই ভূবনে
চিরস্হায়ী সত্য,ক্ষণস্হায়ী মিথ্যার আলাপনে
সত্যের প্রকাশ,মিথ্যার বিনাশ
থাকবে কীরূপে অবিনশ্বর হয়ে এই নশ্বর ভূবনে?
মেহেদী রঙে রাঙানো থাকুক সত্য-প্রেম,সঙ্গোপনে।
পশুত্ব নয়,আমি মানুষ। নই দাজ্জাল,শয়তান।
সত্যের জগতে যেন বিচরন করি, মনুষত্ব্যের কাতারে।
প্রেম ও সত্যের বুকে অপচ্ছায়া,প্রভব ঔদ্ধত্ব্য অহমে।
এক বিন্দুও নিকৃষ্ট পানির অস্তিত্ব নয়,
পবিত্র-সুমিষ্ট-শীতল পানীয় স্রোতস্বিনীর অবগাহন হোক
আত্মার নিবাস এই আপাদমস্তকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মৃন্ময় মিজান অনেক ভাল লাগল কবিতাটি।
ধন্যবাদ মৃন্ময় মিজান ভাইয়া।
মিলন বনিক সত্য-মিথ্যার সন্গাতময় আত্মউপলব্ধি, রাগ আবেগ সব মিশিয়ে একটা ভালো কবিতা..শুভ কামনা....
ধন্যবাদ ত্রিনয়ন।
মোঃ আক্তারুজ্জামান চমত্কার সব কথামালার সুন্দর কবিতা|
thank you মোঃ আক্তারুজ্জামান ভাইয়া।ভাল থাকবেন।
মাহ্ফুজা নাহার তুলি জীবনের স্বাধীনতা ........দারুন কবিতা.....
নাসির আহমেদ কাবুল পবিত্র-সুমিষ্ট-শীতল পানীয় স্রোতস্বিনীর অবগাহন হোক আত্মার নিবাস এই আপাদমস্তকে। ---ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা ।
আহমেদ সাবের কেমন জানি মনে হল, অনেক গুলো কবিতা পেলাম একটা কবিতার অঙ্গে। কিছু উপদেশ, কিছু আত্মপোলব্ধি, কিছু প্রত্যাশা, কিছু প্রতিজ্ঞা। চমৎকার শব্দ চয়ন। তবে ( আমার মতে), কবিতাটা একটা নির্দিষ্ট বিষয়ের সীমায় বাধলে ভাল হত।
ধন্যবাদ ভাইয়া,সুন্দর মন্তব্য ভাল লাগল।শুভেচ্ছা রইলো।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি উন্মুক্ত পদযুগল নয়,কাঁটার খোঁচায় রক্তক্ষরণ হতে পারে তাই চ্প্পল-চরণে শ্বাপদ সঙ্কুল পথ পেরিয়ে চলো। জগতের বুকে হারিয়ে নয়,ধূলোর সাথে মিলিয়ে নয় তেপান্তরের প্রান্তরে হারিয়ে নয় আত্মপোলব্ধির আল্পনায় নিজের মাঝে নিজেকে রাঙিয়ে তোলো বুকে টেনে নেও জগতটাকে,বিধাতারা উপহার প্রতীতি ছকে। // khub valo laglo .....dhonnobad rakib apnake...........
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
উত্তম কুমার কর দুরন্ত................. ভোটিং বন্ধ থাকায় ভোট দিতে পারলাম না
সাইফুল করীম জগতের ইন্দ্রজালে ইন্দ্রজিৎ আমিই- প্রজ্ঞাপারমিতার আলিঙ্গনে- আত্বোপলপদ্ধিতে ভাস্বর আপনার কবিতা- আর এটাই মানব ধর্ম। শুভেচ্ছা কবির প্রতি।
আপনার প্রতিও শুভেচ্ছা.....

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫